• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০১৯, ০৯:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৮, ২০১৯, ০৯:৫৩ পিএম

শেখ কামাল ক্লাব কাপের ফাইনালে চট্টগ্রাম আবাহনী 

শেখ কামাল ক্লাব কাপের ফাইনালে চট্টগ্রাম আবাহনী 
শেখ কামাল ক্লাব কাপ ফুটবলের ফাইনালে উঠেছে চট্টগ্রাম আবাহনী।

গোকুলাম কেরালাকে ৩-২ গোলে হারিয়ে শেখ কামাল ক্লাব কাপ ফুটবলের ফাইনালে উঠেছে চট্টগ্রাম আবাহনী।

সোমবার (২৮ অক্টোবর) এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের নির্ধারিত সময়ের খেলা শেষে ২-২ গোলে অমীমাংসিত থাকে। ফলে ম্যাচটি অতিরিক্ত সময়ের ৩০ মিনিটে গড়ায়। আর অতিরিক্ত সময়ে গোল করেই চট্টগ্রাম আবাহনী ফাইনালের টিকেট পেয়ে যায়।

ম্যাচের ২৯ মিনিটে হেনরি কেসিকের গোলে লিড পেয়েছিল ভারতের ক্লাব গোকুলাম কেরালা। বিরতির পর ৪৬ মিনিটের মাথায় চার্লস দিদিয়েরের গোলে সমতায় ফেরে চট্টগ্রাম আবাহনী। 

৮০ মিনিটের মাথায় মার্কাস জোসেফের গোলে গোকুলাম কেরালা আবারো এগিয়ে গেলে চট্টগ্রামের গ্যালারিতে দুশ্চিন্তার কালো মেঘ জমে। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মিনিটে দিদিয়ের আবারো গোল করে গ্যালারিতে থাকা দর্শকদের উচ্ছ্বাসে ভাসিয়ে দেন। 

অতিরিক্ত সময়ের ১৫ মিনিটের সময় ম্যাথিউ হেডে লক্ষ্যভেদ করলে আকাশি নীল শিবির জয়ের উদযাপন শুরু করে দেয়। বাকি সময়ে গোকুলাম কেরালা গোল শোধ করতে না পারায় জয় নিয়ে চট্টগ্রাম আবাহনী মাঠ ছাড়ে। 

আরআইএস 
 

আরও পড়ুন