• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০১৯, ১০:৪৬ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৩০, ২০১৯, ০৫:৪৩ পিএম

সাকিবকে নিয়ে সতীর্থদের আবেগী স্ট্যাটাস

সাকিবকে নিয়ে সতীর্থদের আবেগী স্ট্যাটাস
সংগৃহীত ছবি

দেশের ক্রিকেট যে লণ্ডভণ্ড হয়ে গেছে ২৪ ঘন্টার মধ্যে। কেউ যেন এসে বাংলাদেশের ক্রিকেটটাকে পরিণত করে গেছে ধ্বংসস্তুপে। আইসিসি কতৃক দুই বছরের নিষেধাজ্ঞার পর মঙ্গলবার সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের মুখেই যেন ফুটে উঠেছে সে দৃশ্যে।

ম্যাচ ফিক্সিংয়ের সংবাদ গোপন রাখার কারণে সব ধরণের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ ও পরের এক বছর পর্যবেক্ষণে থাকবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবের এমন নিষেধাজ্ঞার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে আবেগী স্ট্যাটাস দিয়েছেন তার সতীর্থ ক্রিকেটাররা। 

বাংলাদেশে ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ফেসবুকে লিখেন, ‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান...!!!’

বয়সভিত্তিক ক্রিকেট থেকে জাতীয় দল, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে সাকিবের সতীর্থ ছিলেন মুশফিক। তিনি লিখেন, ‘বয়সভিত্তিক ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেট...প্রায় ১৮ বছরের বেশি সময় ধরে একসঙ্গে ক্রিকেট খেলছি। তোকে ছাড়া মাঠে খেলতে হবে, ভাবতেই মন খারাপ হয়ে যাচ্ছে। আশা করছি তুই চ্যাম্পিয়ন ক্রিকেটারের মতোই ফিরবি। তোর সঙ্গে সবসময় আমার সমর্থন আছে। সারা বাংলাদেশ তোর সঙ্গে আছে। শক্ত থাকবি ইনশাআল্লাহ্‌।’

সাকিবের পরিবর্তে টি-টুয়েন্টি অধিনায়কত্ব পাওয়া মাহমুদুল্লাহ রিয়াদ লিখেছেন,‘তুমি এখনো আমাদের মধ্যে সেরা এবং সেটা থাকবেও। তোমার প্রতি আমাদের সমর্থন রয়েছে। আল্লাহ তোমাকে শক্তি দান করুক। আরও শক্তিশালিভাবে ফিরে এসো, চ্যাম্প!’

মোসাদ্দেক হোসেন লিখেছেন, ‘আমরা আপনাকে মিস করবো ভাই। আশা করি আপনি সবসময়ের চেয়ে শক্তিশালিভাবে ফিরে আসবেন। আপনার জন্য আমার দোয়া রইলো।’

এমএইচবি

আরও পড়ুন