• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০১৯, ১১:১৩ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৩০, ২০১৯, ১১:১৩ এএম

এমসিসির কমিটি থেকে সাকিবের পদত্যাগ

এমসিসির কমিটি থেকে সাকিবের পদত্যাগ
এমসিসির সদস্যদের সঙ্গে সাকিব। ছবি : সংগৃহীত

ম্যাচ ফিক্সিংয়ের খবর গোপন করায় সাকিব আল হাসানকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। আর নিষেধাজ্ঞা পাওয়ার পর মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করেছেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি)।

২০১৭ সালে প্রথমবারের মতো এমসিসির কমিটিতে যোগ দেন সাকিব। এরপর অংশ নেন দুটি সভায়ও। এই কমিটিতে মূলত বর্তমান ও সাবেক ক্রিকেটার এবং আম্পায়াররা থাকেন। প্রতি বছর দুইবার করে এই কমিটির সভা অনুষ্ঠিত হয়। যেখানে ক্রিকেটের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়।

সাকিবের পদত্যাগের ব্যাপারে, এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাইক গেটিং বলেন ‘কমিটি থেকে সাকিবকে হারিয়ে আমরা ব্যথিত। বিগত কয়েক বছর তিনি এই কমিটিতে অনেক অবদান রেখেছেন। তবে তার এই সিদ্ধান্ত সঠিক বলেই আমার বিশ্বাস।’

এমএইচবি

আরও পড়ুন