
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিষিদ্ধ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীদের একাংশ বিক্ষোভ শুরু করেন। পরে তারা রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করলে সরিয়ে দেয় পুলিশ। এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।
শিক্ষার্থীরা ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হাসান পাপনের অপসারণসহ তিন দফা দাবি করেন।
অন্যদিকে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তারা সাকিবের নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনার দাবি করেন।
এনআই