• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০১৯, ০৮:৪২ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৩১, ২০১৯, ০৩:৫৪ পিএম

৩ লাল কার্ডের ম্যাচে রোনালদোর লক্ষ্যভেদে জুভেন্টাসের জয়

৩ লাল কার্ডের ম্যাচে রোনালদোর লক্ষ্যভেদে জুভেন্টাসের জয়
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে রোনালদো গোল করে জুভেন্টাসকে জয় এনে দিয়েছেন। ফটো : টুইটার

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ক্রিশ্চিয়ানো রোনালদোর পেনাল্টি কিক থেকে পাওয়া গোলে জেনোয়াকে ২-১ গোলে হারিয়ে ইতালিয়ান লীগ সিরি 'এ' তে ইন্টার মিলানকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে জুভেন্টাস।

বুধবার (৩০ অক্টোবর) রাতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে ৩৬ মিনিটে লিওনার্দো বোনুচ্চির গোলে লিড পায় তুরিনের বুড়িরা। এর ঠিক ৬ মিনিট পর স্বাগতিকদের এক খেলোয়াড়ের ভুল পাসের সুযোগ কাজে লাগিয়ে ক্রিস্টিয়ান কোওয়ামের গোলে সমতায় ফেরে জেনোয়া। 

বিরতির পর ৫১ মিনিট এবং ৫৭ মিনিটের মাথায় জেনোয়ার দুই ফুটবলার লাল কার্ড দেখে মাঠ ছাড়লে তারা নয়জনের দলে পরিণত হয়। ম্যাচের ৮৭ মিনিটে এসে আদ্রিয়েন রাবিওট  দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে জুভেন্টাস ১০ জনের দল হয়ে যায়। 

ইনজুরি সময়ে ডি বক্সের ভেতর ফাউলের শিকার হন রোনালদো। ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজালে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে স্পট কিক থেকে রোনালদো গোল করলে শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে মাউরিসিও সারির দল।

এখন পর্যন্ত ১০ ম্যাচে ৮ জয় ও ২ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে জুভেন্টাস। সমান ম্যাচে ৮ জয় ও ১ ড্রয়ে দ্বিতীয় স্থানে নেমে যাওয়া ইন্টার মিলানের পয়েন্ট এখন ২৫।

আরআইএস 

আরও পড়ুন