• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০১৯, ১০:০২ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৩১, ২০১৯, ১০:০২ এএম

১০ গোলের ম্যাচের নিষ্পত্তি টাইব্রেকারে, শেষ আটে লিভারপুল

১০ গোলের ম্যাচের নিষ্পত্তি টাইব্রেকারে, শেষ আটে লিভারপুল
নাটকীয় ম্যাচে টাইব্রেকারে জয়ের পর বাধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে লিভারপুলের ফুটবলাররা। ফটো : টুইটার

ইংলিশ কারাবাও কাপে আক্রমণ পাল্টা আক্রমণ এবং গোল পাল্টা গোলের পসরা সাজানো এক অতি নাটকীয় ম্যাচে টাইব্রেকারে নামক লটারিতে আর্সেনালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে লিভারপুল।

বুধবার (৩০ অক্টোবর) রাতে অ্যানফিল্ডে অনুষ্ঠিত অবিশ্বাস্য ম্যাচটি নির্ধারিত সময়ে ৫-৫ ব্যবধানে শেষ হয়। ফলে ম্যাচটির নিষ্পত্তি হয় টাইব্রেকারে।

ম্যাচের ৬ মিনিটে জার্মান ডিফেন্ডার স্কোড্রান মুস্তাফি আত্মঘাতী গোল করলে লিভারপুল লিড পেয়ে যায়। এরপর ১৯ মিনিটের মাথায় লুকাস তোরেইরার গোলে সমতায় ফেরে আর্সেনাল। 

ম্যাচের ২৬ মিনিটের মাথায় গ্যাব্রিয়েল মার্টিনেলির গোলে এগিয়ে যায় গানাররা। ১০ মিনিট পর বাকায়ো সাকার ক্রসে বল পেয়ে ডান পায়ের শটে মার্টিনেলি আবারো গোল করলে ৩-১ গোলে এগিয়ে যায় উনাই এমেরির শিষ্যরা। 

ডি বক্সের ভেতর লিভারপুলের এক খেলোয়াড়কে মার্টিনেলি ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ফলে ৪৩ মিনিটের মাথায় স্পট কিক থেকে গোল করে ব্যবধান কমান জেমস মিলনার। 

বিরতির পর গোলরক্ষককে বাড়ানো মিলনারের দুর্বল ব্যাকপাসে ছুটে গিয়ে বল আদায় করে ইংলিশ মিডফিল্ডার এইন্সলি মেইটল্যান্ড-নাইলস তার টোকায় বল দূরের পোস্ট ঘেঁষে চলে যাওয়ার পথে মেসুত অজিল তাৎক্ষণিকভাবে পাস দিলে মেইটল্যান্ড-নাইলস ডান পায়ের কিকে ম্যাচের ৫৪ মিনিটে বল জালে পাঠান। আর তাতে ৪-২ গোলে এগিয়ে যায় আর্সেনাল। 

৫৮ মিনিটের মাথায় অ্যাডাম লালানার হেড পাসে বল আদায় করে অ্যালেক্স-অক্সলেইড চেম্বারলেইন ২২ গজ দূর থেকে ডান পায়ের ক্ষিপ্রগতির শটে গোল করে বসলে লিভারপুল ব্যবধান কমায়। এরপর ৬২ মিনিটে কার্টিস জোন্সের পাসে বল পেয়ে বেলজিয়ান ফরোয়ার্ড ডিভোক ওরিগির নেয়া শট গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ালে অলরেডরা সমতায় ফেরে। 

খেলার ৭০ মিনিটে মাত্তেও গুনেদৌজির পাসে বল নিয়ে এগিয়ে গিয়ে জোরালো উঁচু শটে লক্ষ্যভেদ করেন মিডফিল্ডার জো উইলক। আর তাতে আবারো লিড পায় আর্সেনাল। 

অতিথিরা যখন জয়ের প্রহর গুনছিল, ঠিক তখনই ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে নিকো উইলিয়ামসের ক্রসে বল নিয়ে দান পায়ের কিকে অরিগি গোল করে বসলে স্কোরলাইন দাঁড়ায় ৫-৫, ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

ম্যাচ টাইব্রেকারে গড়ালে দানি সেবাল্লোসের স্পট কিক ঠেকিয়ে দেন লিভারপুল গোলরক্ষক কেলেহার। বিপরীতে লিভারপুলের পাঁচ শট নেয়া সবাই লক্ষ্যভেদ করেন।
ফলে টাইব্রেকারে ৫-৪ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

আরেক ম্যাচে চেলসিকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

মার্কাস র‌্যাশফোর্ডের ২৫তম মিনিটের পেনাল্টি গোলে ইউনাইটেড এগিয়ে যাওয়ার পর ৬১তম মিনিটে সমতা টানেন মিচি বাতসুয়াই। পরে ৭৩তম মিনিটে ইংলিশ ফরোয়ার্ড র‌্যাশফোর্ডের দ্বিতীয় গোলে শেষ আটের টিকেট নিশ্চিত হয় ওল্ড ট্র্যাফোর্ডের দলটির।

আরআইএস 
 

আরও পড়ুন