
দেশজুড়ে চলছে ক্যাসিনো বিরোধী অভিযান। যেখানে আটক হয়েছেন বেশ কয়েক জন রাজনৈতিক নেতা। মূলত দেশের ক্রীড়াক্লাবগুলোকে ঘিরেই তৈরি হয়েছে এই ক্যাসিনো ব্যবসা। শুধু রাজনৈতিক নেতাই নয়, ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেফতার হয়েছেন বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াও।
তার বিরুদ্ধে মোহামেডান ক্লাবে ক্যাসিনো পরিচালনার অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতার করার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন তিনি যে লোকমানকে চিনেন, সে কখনো জুয়া খেলেনি কিংবা মদ খায়নি। তবে এবার খোদ পাপনকেই দেখা গিয়েছে ক্যাসিনোতে।
তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও সেই ভিডিওটি ঠিক কোন জায়গার সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। সেই ভিডিও শেয়ার করে অনেকেই বিসিবি সভাপতির পদ থেকে পাপনের পদত্যাগ দাবি করছেন।
ভাইরাল হওয়া ভিডিও:
এমএইচবি