
বড় একটা ধাক্কা খাওয়ার পরই তিন টি-টুয়েন্টি ও দুই টেস্ট খেলতে ভারত পৌঁছেছে বাংলাদেশ। ৩ নভেম্বর দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। এরপর ৭ ও ১০ নভেম্বর হবে পরবর্তী দুই টি-টুয়েন্টি।
ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশ এক ম্যাচ জিতবে বলে ভবিষ্যৎ বাণী করেছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার ভিভিএস লক্ষ্মন। তিনি বলেন, ‘ওপেনিংয়ে রোহিত শর্মা এবং কেএল রাহুলকেই আমার বেশি ভালো মনে হচ্ছে। শেখর ধাওয়ান সেভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারছেন না। ভারতীয় ব্যাটিংয়ে শক্তি বিবেচনায় নিয়ে বলা যায়, ভারত সিরিজ জিতবে ২-১ ফলাফলে।’
ভারতের হয়ে ১৩৪ টেস্ট খেলা সাবেক এই তারকা আরও বলেন, ‘তাদের বোলিং আক্রমণের মধ্যে মুস্তাফিজের ওপর বেশি চাপ থাকবে। স্পিন বোলিংয়ের সঙ্গে তুলনা করলে দেখা যায়, তাদের পেস আক্রমণ বেশ অনভিজ্ঞ। নতুন বলে দ্রুত উইকেট তুলে নিয়ে দলের হয়ে বড় অবদান রাখতে হবে মুস্তাফিজকে।’
এমএইচবি