• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০১৯, ০৯:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৩১, ২০১৯, ০৯:৩৭ পিএম

সাকিবকে মিস করবেন লিটন

সাকিবকে মিস করবেন লিটন
লিটন দাস

হঠাৎ কিছু বুঝি উঠার আগেই অনেক কিছু ঘটে গেল বাংলাদেশের ক্রিকেটে। একটার পর একটা ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে দেশের ক্রিকেট। তবে সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় সাকিব আল হাসানের নিষিদ্ধ হওয়ায়। 

দলের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক হিসেবে ভারতে যাওয়ার কথা ছিল তারই। সাকিবকে ছাড়াই ভারতে পৌঁছেছে বাংলাদেশ দল। সেখানে তিন টি-টুয়েন্টি ও দুই টেস্ট খেলবে টাইগাররা। এই সিরিজে সাকিবকে মিস করবেন বলে জানিয়েছেন দলের উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাস। 

তিনি বলেন,‘আমরা আসন্ন সিরিজ নিয়ে চিন্তা করছি। কারণ এমন গুরুত্বপূর্ণ সিরিজে যেকোনো কিছুই ঘটতে পারে। ক্রিকেটে অনেক কিছু হয়। আমরা সাকিব ভাইকে ছাড়া খেলেছি। উনি যখন ইনজুরিতে ছিলেন, তখন তাকে ছাড়াই আমরা এশিয়া কাপে খেলেছি। সাকিব ভাইকে ছাড়া আমরা নিজেদের সেরাটা দিয়েই খেলব। কোনো সন্দেহ নেই সাকিব ভাই দলের সেরা ক্রিকেটার। তাকে এই সিরিজে অবশ্যই আমরা খুব মিস করব।’

এই সিরিজের প্রস্তুতিটাও ভালো হয়েছে বলে মনে করেন লিটন। তিনি আরও বলেন, ‘এখানে আসার আগে নিজেদের প্রস্তুতিটা বেশ ভালোই হয়েছে। দেশে আমরা ট্রেনিং ক্যাম্প করেছি, এখানেও কদিন সুযোগ পাচ্ছি অনুশীলনের। তাই এই কন্ডিশনে মানিয়ে নেওয়ারও সুযোগ থাকছে আমাদের। আপনারা দেখে থাকবেন আমাদের স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটার তরুণ। সবাই আসন্ন সিরিজের দিকে তাকিয়ে আছে। যারা সুযোগ পাবে দলের জন্য পুরোপুরি নিজেদের সেরাটা দিয়েই খেলবে।’

এমএইচবি

আরও পড়ুন