
হঠাৎ এক অজানা ঝড়ে লণ্ডভণ্ড চারপাশ। নিষেধাজ্ঞার ঘোষণা আসার ঘণ্টাখানেক পর মিরপুরের বিসিবি কার্যালয়ে এসেছিলেন সাকিব আল হাসান। টলমলে চোখের পানি আটকে রেখে কোনোরকমে গিয়ে উঠেছিলেন লিফটে। তখনও তার পেছনে সারি সারি ক্যামেরা।
সাকিব লিফটে উঠে যেতেই তাদের ভোঁ দৌড়। কিন্তু বিসিবি কার্যালয়ের তৃতীয় তলায় যতক্ষণে কনফারেন্স রুমে পৌঁছেছে ক্যামেরাগুলো, ততক্ষণে সাকিব চলে গেছেন বিসিবি সভাপতির রুমে। সেখানে মিনিট ১৫ থেকে বিসিবি সভাপতির সঙ্গেই সংবাদ সম্মেলনে এলেন সাকিব।
এরপর তার বিষণ্ন চোখ আর অবসাদগ্রস্থ মুখের চিত্রেই ফুটে উঠে অনুতাপের ছাপ। তিনি বলে যান, ‘আমি যে ভুল করেছি, তা যাতে অন্য আর কেউ না করে।’
তারপর দক্ষিণ গ্যালারির দিক থেকে নেমে নিজের সাদা বিএমডব্লিউতে চড়ে চলে যান বনানীর বাসায়। গত তিনদিন ধরে সেখানেই আছেন তিনি। সময় কাটাচ্ছেন স্ত্রী ও মেয়ের সঙ্গে।
আগে শোনা গিয়েছিল, নিষেধাজ্ঞার পরদিনই যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব। তবে এখনই নয়, আরও সপ্তাহখানেক পর যুক্তরাষ্ট্রে সাকিব যেতে পারেন বলে জানা গেছে।
এমএইচবি/আরআইএস