• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: নভেম্বর ১, ২০১৯, ০৫:৩২ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১, ২০১৯, ০৫:৩২ পিএম

সাকিবের নিষেধাজ্ঞা কমাতে আইনি দিক খতিয়ে দেখছে বিসিবি

সাকিবের নিষেধাজ্ঞা কমাতে আইনি দিক খতিয়ে দেখছে বিসিবি
সাকিব আল হাসান। ফাইল ফটো

ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করায় আইসিসির এক বছরের নিষেধাজ্ঞায় পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার নিষেধাজ্ঞা কমানোর আইনগত সুযোগ আছে কি না সে বিষয়টি খতিয়ে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ড-বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরী। 

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির সিইও বলেন, এই বিষয়ে বিসিবির করণীয় খুবই সীমিত। যেহেতু সাকিব এই বিষয়টি স্বীকার করে একটি চুক্তির মধ্যে চলে গিয়েছে। তারপরেও আমরা দেখবো আইনি বিষয়গুলো নিয়ে কীভাবে কাজ করা যায়। আমরা ইতোমধ্যে আমাদের আইনি বিভাগের সঙ্গে কথা বলছি। এই বিষয়ে কোনো সুযোগ আছে কিনা, সেটা আমরা খুঁজে বের করবো।

তিনি বলেন, এই মুহূর্তে এই বিষয়ে মন্তব্য করা উচিত নয়। আগে আগে হয়ে যাবে মন্তব্য। মাত্র দুই দিন হলো এই বিষয়ে আমরা একটি সিদ্ধান্ত জানতে পেরেছি। এটা নীতিগত সিদ্ধান্ত। এই বিষয়গুলো নিয়ে বোর্ডে আলোচনা করতে হবে। কতটুকু করা যায় বা কতটুকু করার সুযোগ রয়েছে এটা নিয়ে আলোচনা করতে হবে বোর্ড সভায়। যেহেতু এটা আইনি প্রক্রিয়া। এটা জেনে তারপরই সিদ্ধান্ত নিতে হবে।

বিসিবির প্রধান নির্বাহী আরও জানান, সাকিবের সঙ্গে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থাকবে কি না সে বিষয়েও এখনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়েও লিগ্যাল অ্যাডভাইজরের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে ভারত সফরের জন্য মাহমুদউল্লাহ রিয়াদকে টি-টুয়েন্টি এবং মুমিনুল হককে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে। তাদেরকে দীর্ঘ মেয়াদে দায়িত্ব দেয়া হবে কি না, এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী বলেন, সাকিব আমাদের টেস্ট এবং টি-২০ অধিনায়ক ছিল। আমাদের সামনে ভারত সফর আছে। দল চলেও গিয়েছে। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে দ্রুত আলোচনার দরকার ছিল। পরবর্তীতে এটা বোর্ডে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

আরআইএস 
 

আরও পড়ুন