
ফুটবল দুনিয়ায় লিওনেল মেসিকে বিশেষায়িত করার মতো শব্দ খুঁজে পাওয়া কঠিন। একের পর এক অবিশ্বাস্য গোলে তিনি নিয়মিতই বিমোহিত করে চলেন সবাইকে। বেশির ভাগ সময়ই তার বাঁ পাটা সক্রিয় থাকে বেশি। এবার এই পা থেকে গোলের অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।
শনিবার (২ নভেম্বর) রাতে লা লীগায় লেভান্তের মুখোমুখি হয় বার্সেলোনা। যেখানে ম্যাচের ৩৮ তম মিনিটে পেনাল্টি পায় বার্সা, যা থেকে গোল করতে ভুল করেননি মেসি। আর এতেই তিনি স্পর্শ করে ফেলেন অনন্য এক মাইলফলক।
নিজের বাঁ পা থেকেই ক্লাবের হয়ে ক্যারিয়ারের ৫০০ তম গোল করেন এই আর্জেন্টাইন সুপারস্টার। ২০০৪ সালে বার্সেলোনার হয়ে অভিষেক ঘটে এই ফুটবল বিস্ময়ের।
এমএইচবি