
মাত্রাতিরিক্ত বায়ু দূষণের কারণে এখন বিশ্বের আলোচিত শহরের নাম দিল্লি। ভারতের রাজধানীর বাতাসে এখন বিষ ছাড়া আর কিছুই যেন অবশিষ্ট নেই। এমনই এক উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে আজ দিল্লিতে সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।
বাতাস ব্যবস্থাপনা ও আবহাওয়া গবেষণা (এসএএফএআর) প্রতিষ্ঠানের মতে দিল্লির বাতাসের অবস্থা ‘খুবই বাজে।’ একিউআইয়ের মানদণ্ড অনুযায়ী, দিল্লির বাতাসে দূষণের মাত্রা ৩০১-৪০০, যা শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক অসুস্থতার কারণ হতে পারে।
রোববার (৩ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় দিল্লির বাতাসে দূষণের মাত্রা ছিল ৪৯৯। বাংলাদেশ ক্রিকেট দল দিল্লির আইসিটি মায়ুরি হোটেলে অবস্থান করছে। আজ দুপুরে সেখানে গিয়ে দেখা গেল বাতাসে দূষণের মাত্রা ছিল ৭১৮! অর্থাৎ দূষণের মাত্রা ছাড়িয়ে তা পাহাড়ের চূড়ায় উঠে যাওয়ার মতো অবস্থায় চলে গেছে।
গত শনিবার রাতে দিল্লিতে বৃষ্টির কারণে বায়ু দূষণ পরিস্থিতির মারাত্মক অবনতি হয়। জন-জীবনেও তার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। চারিদিকে ধোঁয়াশা এক পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। কোন কোন স্থানে দূষণের মাত্রা ১২০০-১২৫০ পর্যন্ত উঠেছে।
সবমিলিয়ে বলা যায়, বর্তমানে আন্তর্জাতিক ম্যাচ হওয়ার মতো কোনো পরিস্থিতি আসলে দিল্লিতে এখন বিরাজ করছে না। ভেন্যু পরিবর্তনের বিষয়ে আলোচনা থাকলেও বিসিসিআই তা নিয়ে নিষ্ক্রিয়তা দেখানোয় চলছে ব্যাপক সমালোচনা।
আরআইএস