
টি-টুয়েন্টি ইতিহাসের সবচেয়ে বড় দ্বিপক্ষীয় সিরিজ। ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠে এই সিরিজে দ্বিতীয় ম্যাচ জিতে সমতা ফিরিয়েছে নিউজিল্যান্ড। ওয়েলিংটনে দ্বিতীয় টি-টুয়েন্টিতে তারা জয় পেয়েছে ২১ রানে।
এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান। ব্যাটিংয়ে নেমে ১০০ তোলার আগে ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও মার্টিন গাপটিলের ২৮ বলে ৪১ রান ও জেমি নিশামের ২২ বলে ৪২ রানের উপর ভর করে নির্দিষ্ট ২০ ওভার খেলে ৮ উইকেটে ১৭৬ রান করে কিউইরা। ইংল্যান্ডের পক্ষে ক্রিস জর্ডান ৩টি ও স্যাম কারান পান ২টি উইকেট।
১৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম বলেই আউট হয়ে যান উদ্বোধনী ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। টিম সাউদির বলে ওয়াইড মিড অনে মিথেল এর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর স্কোরকার্ডে ২ রান তুলতেই আউট হন জেমস ভিনসও। ১০০ তোলার আগেই আরও ৪ উইকেট হারিয়ে ফেলে ইংলিশরা। শেষ পর্যন্ত ইনিংস শেষ হওয়ার ১ বল আগে ১৫৫ রানে অলআউট হয়ে যায় তারা। মিচেল সাটনার ৩টি ও টিম সাউদি, লাকি ফার্গুসন এবং ইশ সৌদি পান ২টি করে উইকেট।
এমএইচবি