
অধিনায়ক হিসেবেই তার যাওয়ার কথা ছিল এই সিরিজে। তাকে ঘিরেই তৈরি হয়েছিল সব পরিকল্পনা। হঠাৎ আসা এক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে চারপাশ। আইসিসি কর্তৃক পাওয়া এক বছরের নিষেধাজ্ঞার কারণে ভারত সফরে যাওয়া সম্ভব হয়নি সাকিব আল হাসানের।
তবে তার অনুপুস্থিতিতেই ঐতিহাসিক এক জয় পেয়েছে বাংলাদেশ। টি-টুয়েন্টি ইতিহাসে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে দিয়েছে টাইগাররা, সেটাও আবার তাদেরই মাটিতে, ৭ উইকেটের বিশাল ব্যবধানে।
টাইগারদের এমন জয়ের পর দলের সকল সতীর্থদের প্রশংসার জোয়াড়ে ভাসাতে ভুল করেননি বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব। নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘চাপের মুখে দুর্দান্ত টিম পারফরম্যান্স! অভিনন্দন বাংলাদেশ! তোমরা এই জয়ের মাধ্যমে দেশকে এনে দিয়েছ একটি গৌরবময় মুহুর্ত৷’
এমএইচবি/এসকে