
ভারত সফরে অধিনায়ক হিসেবে যাওয়ারই কথা ছিল না মাহমুদউল্লাহ রিয়াদের। নানামুখী চাপের মাঝেই টি-টুয়েন্টির নেতৃত্বটা এসে পড়ে রিয়াদের কাঁধে। সব চাপ সামলে অধিনায়কত্বে সফলও হয়েছেন তিনি। তার নেতৃত্বেই প্রথমবারের মতো টি-টুয়েন্টিতে ভারতকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ।
ম্যাচ শেষে রিয়াদ বললেন তিন ফরম্যাটেই দুর্দান্ত খেলেছে তার দল। তিনি বলেন, ‘আমার মতে, জয়ের ভিতটা গড়া হয়েছিল ম্যাচের শুরুতেই। বোলাররা দুর্দান্ত করেছে। সবাই নিজেদের জায়গা থেকে সেরা দিয়েছে। আমাদের ফিল্ডিংটাও ভালো হয়েছে, যা ব্যাটিংয়ের সময় অনেক সাহায্য করেছে।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি ছেলেরা দুর্দান্ত পারফর্ম করায় অধিনায়কত্ব করাটা সহজ হয়েছে। আমি জানি মুস্তাফিজ আমাদের সেরা বোলার। তবে কন্ডিশন বিবেচনায় অন্য বোলারদের ব্যবহার করতে হয়েছে।’
৭ উইকেটের বড় জয়ে ৪৩ বলে ৬০ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে জিতিয়েই মাঠ ছাড়েন মুশফিক। ম্যাচ শেষে তাকে প্রশংসায় ভাসান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি বলেন, ‘মুশফিক সত্যিই দারুণ খেলেছে। সৌম্যর সঙ্গে জুটিটাও অসাধারণ ছিল। আমি মনে করি নাইম শেখের কথাও বলা উচিৎ। নিজের অভিষেক ম্যাচে দারুণ খেলেছে নাইম।’
এমএইচবি/আরআইএস