
দিল্লিতে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৭ উইকেটের বড় জয়ে অগ্রণী ভূমিকা রেখেছেন টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম। ৪৩ বলে ৬০ রানে অপরাজিত খেলে বাংলাদেশকে জিতিয়েই মাঠ ছাড়েন মি. ডিপেন্ডেবল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নিজের পারফরম্যান্স নিয়ে বেশ খুশি ছিলেন মুশফিক। টি-টুয়েন্টি ফরম্যাটে ভারতকে প্রথমবারের মতো হারানোর নায়ক তাই নিজের বিশেষ ইনিংসটি নিজের ছেলে মায়ানকে উৎসর্গ কথা জানান।
তিনি বলে, ‘আজকের (গতকাল) ইনিংসটি কিংবা আজকের জয়টা কাকে উৎসর্গ করবো বললে আমি আমার ছেলের কথা বলবো। সে ধীরে ধীরে বড় হচ্ছে, তাকে অনেক বেশি মিস করছি।’
মুশফিক বলেন, ‘এখনই টিভিতে যখন আমাকে দেখে সে চিনে ফেলে, এটা কে। এটা আসলেই বেশ আনন্দের, আমি আজকের ফিফটি ও জয় আমার ছেলেকে উৎসর্গ করলাম।’
আরআইএস