• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: নভেম্বর ৪, ২০১৯, ১২:৩১ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৪, ২০১৯, ১২:৩৩ পিএম

রোনালদোর হেয়ারড্রেসারের মরদেহ হোটেল রুমে উদ্ধার

রোনালদোর হেয়ারড্রেসারের মরদেহ হোটেল রুমে উদ্ধার
ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তার হেয়ারড্রেসার রিকার্ডো মারকুইস ফেরেইরার এই ফটো এখন শুধুই স্মৃতি। ফটো : ডেইলি মেইল

পর্তুগাল ও জুভেন্টাসের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর হেয়ারড্রেসার রিকার্ডো মারকুইস ফেরেইরার মরদেহ সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত একটি হোটেল থেকে উদ্ধার করা হয়েছে। 

গত শুক্রবার (০১ নভেম্বর) জুরিখের আলবিস্রিডেনের একটি হোটেলে স্থানীয় সময় দুপুর ২টার দিকে বিছানায় ছুরিকাহত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩৯ বছর বয়সী সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। 

হোটেলের এক পরিচ্ছন্নতাকর্মী ঘটনার বিবরণ দিতে গিয়ে জানান, রিকার্ডোর মরদেহ দেখতে পাওয়াটা ভয়ঙ্কর ছিল। তিনি বলেন, হোটেল কক্ষটি থেকে খুব বেশি অ্যালকোহলের গন্ধ পাওয়া যাচ্ছিল। মৃত ব্যাক্তির ডাকনাম কাজু। গত দুই বছর ধরে তিনি জুরিখে বসবাস করছিলেন। যে হোটেলটিতে খুন হন তিনি সেখানেই গত এক সপ্তাহ ধরে অবস্থান করছিলেন।   ডেইলি মেইল 

রোনালদো ছাড়াও বিভিন্ন মডেল এবং পর্তুগিজ অভিনেত্রীদের সঙ্গে কাজ করতেন রিকার্ডো। ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে তিনি রোনালদোর সঙ্গে একটি ফটোশ্যুটেও অংশ নিয়েছিলেন। 

আরআইএস 

আরও পড়ুন