
উয়েফা ইউরোপা লীগে পার্টিজান বেলগ্রেডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপপর্বের দুই ম্যাচ হাতে থাকতেই নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচের ২১ মিনিটে ডি বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে ম্যাসন গ্রিনউডের গোল করলে এগিয়ে যায় রেড ডেভিলরা। এরপর ৩৩ মিনিটের মাথায় গ্রিনউডের পাসে বল আদায় করে ডান পায়ের লক্ষভেদে ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্থনি মার্শাল।
বিরতির পর ৪৯ মিনিটে অ্যাশলে ইয়াংয়ের পাসে বল পেয়ে বাঁ প্রান্ত থেকে নেয়া বাঁ পায়ের শটে মার্কাস রাশফোর্ড স্বাগতিকদের স্কোরলাইন ৩-০ করেন।
এখন পর্যন্ত ৪ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপের টেবিলের শীর্ষে আছে ওলে গানার সোলসকায়েরের শিষ্যরা।
আরআইএস