
পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে আগেই জানিয়েছিলেন, একসময় তিনি তার প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চান। এমবাপ্পের এমন চাওয়া নিয়ে নিজের মনোভাবের কথাও সাংবাদিকদের সামনেই বলেছিলেন রিয়াল কোচ জিনেদিন জিদান। আর তাতেই জিদানের উপর পিএসজি ক্ষুব্ধ হয়ে বসে আছে।
সম্প্রতি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জিদান বলেছিলেন, খেলোয়াড় নিজেই তার ভবিষ্যৎ ঠিক করে। তবে সে (এমবাপ্পে) এখন পিএসজিতে। ভবিষ্যতে কী হয় আমরা দেখবো।
জিদানের এমন কথায় ক্ষোভ প্রকাশ করে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর এবং সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার লিওনার্দো বলেন, জিদানের এমন মন্তব্য পিএসজিতে এমবাপ্পেকে অস্থির করে তুলছে। এটা বিরক্তিকর এবং এসব বন্ধ করা উচিত।
শনিবার (৯ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় লা লিগার ম্যাচে এইবারের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। তার আগে শুক্রবার (৮ নভেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমবাপ্পেকে নিয়ে জিদান বলেন, আমি কিছুই বলিনি। ওই খেলোয়াড় (এমবাপ্পে) যা বলেছিল আমি শুধু তাই বলেছি। তার স্বপ্ন এখানে (রিয়াল মাদ্রিদে) খেলার। আর শেষ পর্যন্ত সবাই যা চায় তাই পায়।
আরআইএস