
চলতি মাসে আর্জেন্টিনা এবং হাঙ্গেরির বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২২ সদস্যের উরুগুয়ে দল ঘোষণা করেছে দলটির কোচ অস্কার তাবারেজ।
আগামী শুক্রবার (১৪ নভেম্বর) রাত ১২টায় হাঙ্গেরি এবং এরপর মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে আর্জেন্টিনার মুখোমুখি হবে সুয়ারেজরা।
উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি ঢাকায় হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা ইসরায়েলের রাজধানী তেলআবিবে অনুষ্ঠিত হবে।
২২ সদস্যের উরুগুয়ে দল :
গোলরক্ষক : মুসলেরা, ক্যাম্পানা।
ডিফেন্ডার : গোদিন, মেন্ডিজ, কোটস, গ্যাস্টন সিলভা, ম্যাথিয়াস সুয়ারেজ, ভিনা, জিওভান্নি গঞ্জালেজ।
মিডফিল্ডার : লাক্সাল্ট, টোরেরিরা, ভেসিনো, ফেদে ভাকভারদে, বেনট্যাংকুর , নান্দেজ, লোজনো।
ফরোয়ার্ড : ব্রায়ান রদ্রিগেজ, জোনাথন রদ্রিগেজ, লুইস সুয়ারেজ, কাভানি, স্টুয়ানি, ম্যাক্সি গোমেজ।
আরআইএস