
দুবাইয়ে আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে টি-টেন লীগ। যেখানে প্রথমবারের মতো বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লীগে অংশগ্রহন করবে ‘বাংলা টাইগার্স’ নামে বাংলাদেশের মালিকানাধীন কোনো দল। বাংলাদেশি খেলোয়াড়, কোচিং স্টাফের সম্পৃক্ততা বাড়ানোই তাদের মূল লক্ষ্যে বলে আগেই জানিয়েছিল দলটি।
সে অনুযায়ী নিলাম থেকে বেশ কিছু বাংলাদেশি ক্রিকেটারদের দলেও ভিড়িয়েছিল তারা। তবে বিসিবির অনুমতি না পাওয়ায় ক্রিকেটারদের খেলা হচ্ছে না বাংলা টাইগার্সের হয়ে। একমাত্র ফরহাদ রেজা ছাড়া থাকছেনা কোন বাংলাদেশি ক্রিকেটার।
তবে কোচিং স্টাফে ঠিকই বাংলাদেশিদের নিয়োগ দিচ্ছে বাংলা টাইগার্স। কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাব আহমেদ, দলের ম্যানেজার হিসেবে আছেন নাফিস ইকবাল, ব্যাটিং পরামর্শক নাজিম উদ্দিন এবার তাদের সাথে যোগ দিচ্ছেন বিসিবির সাবেক কোচ নাজমুল আবেদিন ফাহিম। ‘বাংলা টাইগার্সও’ দলের টেকনিক্যাল পরামর্শক হিসেবে যুক্ত করেছেন দেশের পুরোনো এই কোচকে।
এমএইচবি