
ইমার্জিং এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। ঘরের মাঠের এই টুর্নামেন্টে শুরু হবে ১৪ নভেম্বরে। যার জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে টাইগাররা। এই দলের নেতৃত্বে থাকছেন উদ্বোধনী ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। ভারত সফরে থাকা জাতীয় দলের ৫ জন আছেন এই দলে।
নাইম শেখ, আফিফ হোসেন, সৌম্য সরকার, আমিনুল ইসলাম বিপ্লব এবং আবু হায়দার রনির মতো জাতীয় দলের ক্রিকেটারদের পাশে আছে বেশ কয়েক জন তারকা ক্রিকেটারের নামও। স্কোয়াডে থাকা ক্রিকেটারেরা টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ফিরবেন ভারত থেকে।
ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যে গ্রুপে আছে শক্তিশালী ভারত। বাকি দুই দল হলো-হংকং আর সংযুক্ত আরব আমিরাত। ‘এ’ গ্রুপের চার দল হলো-শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান এবং ওমান। উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ ইমার্জিং দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নাইম শেখ, ইয়াসির আলী, আফিফ হোসেন, জাকির হাসান, মিনহাজুল আবেদিন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, সৌম্য সরকার, তানভীর ইসলাম, মাহমুদ হাসান, মেহেদী হাসান রানা, সুমন খান, মাহিদুল ইসলাম ভূঁইয়া, আবু হায়দার রনি, মাহাদি হাসান।
এমএইচবি