
তিন বছর ছিলেন জাতীয় দলের বাইরে। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই আল আমিনের প্রত্যাবর্তন হয়েছে। সিরিজের প্রথম ম্যাচে আল আমিন দিল্লিতে ৪ ওভারে ২৭ রান দিয়ে কোনো উইকেট পাননি। দ্বিতীয় ম্যাচে রাজকোটে ৪ ওভারে ৩২ রান খরচায় কোনো উইকেট পাননি। আর সিরিজের শেষ ম্যাচে নাগপুরে ৪ ওভারে ২২ রানের বিনিময়ে তুলে নেন লোকেশ রাহুলের উইকেটটি।
সিরিজে মাত্র একটি পেলেও তার বোলিংয়ের প্রশংসা কুড়িয়েছেন। তবে সবচেয়ে বড় সুসংবাদটা আল আমিন পেয়েছেন সিরিজ শেষে। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শেষেই আল আমিন জানতে পারেন, দ্বিতীয়বারের মতো পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি। আল আমিনের বড় ছেলের বয়স চার। এবার আরও এক পুত্রসন্তানের বাবা হলেন তিনি।
তবে সবচেয়ে বড় কথা অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই ভারতে খেলতে গিয়েছেন এই পেসার। অথচ বিসিবির কাছে চাইলেই ছুটি পেতেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুকে নবজাতকের একটি ছবি পোস্ট করেছেন আল আমিন। ক্যাপশনে লিখেছেন, ‘ছেলের বাপ হলাম। সবাই দোয়া করবেন। আলহামদুল্লিল্লাহ।’
এমএইচবি