
ভারতের বিপক্ষেই অভিষেক। তাতে আলোও ছড়িয়েছেন বেশ। বিশেষ করে শেষ ম্যাচটায় লড়েছেন একাই। বীরোচিত সেই ইনিংসে জয়টা এনে দিতে পারেননি সতীর্থ ব্যাটসম্যানদের ব্যর্থতায়। তবে ঠিকই প্রশংসা কুড়িয়েছেন নাঈম শেখ। তার ব্যাটিং জাদুতে মুগ্ধ হয়েছেন অনেকে।
বাঁহাতি ওপেনার নিজের অভিষেক সিরিজে তিন ম্যাচে ৪৭.৬৬ গড়ে করেছেন ১৪৩ রান। প্রথম ম্যাচে ২৬, এরপর ৩৬, আর শেষ ম্যাচে ৪৮ বলে খেলেন ৮১ রানের দুর্দান্ত ইনিংস। শেষ ম্যাচের ওই ইনিংসটায় আরও কিছুক্ষণ টিকে গেলেই সেঞ্চুরি হওয়ার সুযোগ ছিল।
তবে নাইম বলছেন সেঞ্চুরির জন্য নয়, তিনি খেলেছেন জয়ের জন্য। তিনি বলেন, ‘ইনিংসে আমার বিরুদ্ধে করা ওদের সেরা বল ছিল এটা (যে বলে আউট হয়েছিলেন)। সেঞ্চুরির জন্য খেলিনি। দলকে জেতানোর জন্য খেলছিলাম। সেদিক থেকে সফল হইনি, খারাপ লেগেছে।’
তিনি আরও বলেন, ‘এত কিছু চিন্তা করি না। বেশি রান করলাম কি না বা সর্বোচ্চ রান করেছি এগুলো নিয়ে চিন্তাই করি না। ম্যাচ টু ম্যাচ খেলার চেষ্টা করি। যা হওয়ার ম্যাচ শেষে হবেই। সামনে ইমার্জিং এশিয়া কাপ আছে। এটা নিয়েই এখন চিন্তা করছি।’
এমএইচবি