
অস্ট্রেলিয়ার ক্রিকেটে যেন হঠাৎই নেমে এসেছে বিরতি নেয়ার হিড়িক। এক মাসের মধ্যেই মানসিক সমস্যার কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন তিন ক্রিকেটার। যার শুরুটা হয়েছিল অস্ট্রেলিয়ার জাতীয় দলের ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলকে দিয়ে।
এরপর একই কারণ দেখিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দেন অস্ট্রেলিয়ার আরেক ক্রিকেটার নিক ম্যাডিনসন। ২০১৬ সালে অজিদের হয়ে অভিষেক হওয়ার পর তিনটি টেস্ট খেলেছেন তিনি। মানসিক সমস্যায় ভোগা তার অবশ্য নতুন নয়, অভিষেকের পর ২০১৭ সালে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়ার পর ক্রিকেট থেকে বেশ কিছুদিন বাইরে ছিলেন, মানসিকভাবে বিপর্যস্ত ম্যাডিনসন।
আগের দুই জনের মতো ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ান ক্লাব ভিক্টোরিয়ার ২১ বছর বয়সী ব্যাটসম্যান উইল পোকোভস্কি। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে দলে থাকার জোর সম্ভাবনা ছিল তার। কিন্তু ভিক্টোরিয়ার ব্যাটসম্যান নিজেই নির্বাচকদের জানিয়ে দিয়েছেন, তাকে যেন বিবেচনা করা না হয়। এই বছরই আরও একবার ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি।
এমএইচবি