
পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত রাত ২টা ৪০ মিনিটের ফ্লাইটে ওমরাহ হজ পালনের জন্য সাকিব ঢাকা ত্যাগ করেন বলে বিসিবির লজিস্টিক ম্যানেজার ওয়াসিম খান নিশ্চিত করেছেন।
এর আগে বিসিবির লজিস্টিক ম্যানেজার ওয়াসিম খান সাকিবের বিদায়ের সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন। রাত সোয়া ১টার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে সাকিবের সঙ্গে একটি ছবি আপলোড করেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ওমরাহ পালন করতে জেদ্দার উদ্দেশে রওনা হচ্ছে সাকিব আল হাসান। তার জন্য আমার দোয়া রইল।
ওয়াসিম খান জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে ওমরাহ পালন করে আগামী ২০ তারিখের মধ্যেই সাকিব দেশে ফিরবেন।
আরআইএস