
বেলারুশকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে 'সি' গ্রুপের প্রথম দল হিসেবে ইউরোর মূলপর্বের টিকেট নিশ্চিত করেছে জার্মানি।
শনিবার (১৬ নভেম্বর) রাতে অনুষ্ঠিত ম্যাচে নিজেদের মাঠে জার্মানি দাপট দেখিয়েছে। যদিও প্রথম গোলের দেখা পেতে তাদের ৪১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়।
মাথিয়াস গিন্টারের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির পর ৪৯ মিনিটের মাথায় লিওন গোরেৎজার ব্যবধান দ্বিগুণ করেন। ৫৫ মিনিটে গোলের দেখা পান টনি ক্রুস।
ম্যাচের ৭৫ মিনিটে মিনিটে ইগর পেনাল্টি থেকে লক্ষ্যভেদে ব্যর্থ হলে বেলারুশ আর গোলের দেখা পায়নি। উল্টো ৮৩মিনিটে টনি ক্রুস তার দ্বিতীয় গোল করলে জার্মানির বড় জয় নিশ্চিত হয়।
নেদারল্যান্ডস এবং উত্তর আয়ারল্যান্ডের মধ্যকার গ্রুপের আরেক ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে জার্মানি। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেদারল্যান্ডস। পয়েন্ট নিয়ে তিনে রয়েছে উত্তর আয়ারল্যান্ড।
আরআইএস