
ব্যাটিং দানব নামে খ্যাত ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ক্রিস গেইলকে বঙ্গবন্ধু নামে হতে যাওয়া বিপিএলের সপ্তম আসরে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সর্বোচ্চ মূল্যের ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা গেইলের মূল্য ১ লাখ ডলার।
চট্টগ্রামের স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে আক্তার গ্রুপ রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হচ্ছে বিপিএলের এবারের আসরে প্লেয়ার্স ড্রাফট। যেখানে প্রথম ডাকেই তারা দলে ভিড়িয়েছে অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদকে।
৫০ লাখ টাকা ভিত্তিমূল্যের এ প্লাস ক্যাটাগরি থেকে রিয়াদকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক।
খুলনা : -রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা),রবি ফ্রাইলিং (দক্ষিণ আফ্রিকা)
ঢাকা: লরি ইভান্স (ইংল্যান্ড),থিসার পেরেরা
রাজশাহী :-রবি বোপারা (ইংল্যান্ড), হযরতুল্লাহ জাজাই (আফগানিস্তান)
চট্টগ্রাম: ক্রিস গেইল, (ওয়েস্ট ইন্ডিজ), ক্যাশরিক উইলিয়ামস
রংপুর : মোহাম্মদ নবী (আফগানিস্তান), শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ)
কুমিল্লা : কুশাল পেরেরা (শ্রীলঙ্কা),মুজিব উর রহমান (আফগানিস্তান)
সিলেট :শার্ফিন রাদারফার্ড (ওয়েস্ট ইন্ডিজ), শফিকুল্লাহ শাফাক (আফগানিস্তান)
এমএইচবি/আরআইএস