
বিপিএলের সপ্তম আসরে দেশসেরা দুই কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও সরোয়ার ইমরানকে এবারো কোচের দায়িত্বে দেখা যাবে।
যমুনা ব্যাংকের স্পন্সরে থাকা দল ঢাকা প্লাটুনে মোহাম্মদ সালাউদ্দিন এবং জেভিনি ফুটওয়্যারের স্পন্সরে থাকা দল সিলেট থান্ডার্সে সরোয়ার ইমরান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শিরোপা জিতিয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশের অনেক স্বনামধন্য ক্রিকেটার উঠে এসেছে সালাউদ্দিনের হাত ধরে।
এমএইচবি/আরআইএস