
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) শুরুর পর থেকে ৬ আসরে অংশ নিয়ে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি চট্টগ্রাম। চিটাগং কিংস থেকে চিটাগং ভাইকিংস হয়ে বিপিএলের সপ্তম আসরে আকতার গ্রুপের স্পন্সরে এবার বন্দরনগরী দলটির নাম হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
সোমবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত বিপিএলের সপ্তম আসরের প্লেয়ার্স ড্রাফট থেকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বেশ শক্তিশালী দলই গড়েছে। দেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন- অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস এবং নাসির হোসেন। পেস আক্রমণে রুবেল হোসেন এবং উইকেটের পেছনে গ্লাভস হাতে নুরুল হাসান সোহান দলের হয়ে কার্যকরী ভূমিকা রাখতে পারেন।
প্লেয়ার্স ড্রাফটের প্রথম ডাকেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদকে দলে ভেড়ায়। ৫০ লাখ টাকা ভিত্তিমূল্যের এ প্লাস ক্যাটাগরি থেকে তাকে বাংলাদেশ জাতীয় দলের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ককে দলে টেনে নেয় তারা।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন ক্যারিবীয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল ও কেসরিক উইলিয়ামস। সর্বোচ্চ মূল্যের ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা গেইলের মূল্য ১ লাখ ডলার।
এমএইচবি/আরআইএস