
আগামী ২২ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেনে মাঠে গড়াবে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটি। যা হবে ফ্লাডলাইটের আলোয় আর গোলাপি বলে। দুই দলের জন্য প্রথম এই দিবা-রাত্রির টেস্টকে ঘিরে নানা আয়োজন করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এই টেস্ট উদ্বোধন করবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই টেস্ট নিয়ে আগ্রহের কমতি নেই দর্শকদেরও। ইতোমধ্যেই টেস্টের প্রথম চারদিনের টিকেট বিক্রি হয়ে গেছে।
আর এই বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুুলি। তিনি বলেন,‘ইডেনে ভারত বনাম বাংলাদেশের প্রথম চার দিনের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। টেস্ট ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের এই আগ্রহ দেখে দারুণ আনন্দ হচ্ছে।’
এমএইচবি