
নেপালে চলতি বছরের ১ থেকে ১০ ডিসেম্বর অনুষ্ঠেযয় সাউথ এশিয়ান (এস এ) গেমসে ফুটবল ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ পুরুষ ফুটবল দল। যেখানে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা।
এসএ গেমস ফুটবলের ড্র সম্পন্ন হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হয়েছে স্বাগতিক নেপাল ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ।
গেমসে ভারতের অংশ নেয়ার বিষয়টি অবশ্য এখনো নিশ্চিত নয়। শেষ পর্যন্ত তারা ফুটবলে অংশ নিতে নাও পারে। আর এসএ গেমস ফুটবলে সবচেয়ে বেশি স্বর্ণ জেতা পাকিস্তানও এবার অংশ নিচ্ছে না।
এসএ গেমসকে সামনে রেখে বাংলাদেশ দলের কোচ জেমি ডে গত বৃহস্পতিবার থেকে অনুশীলন ক্যাম্প শুরু করতে চেয়েছিলেন। কিন্তু প্রিমিয়ার লীগের ক্লাব বসুন্ধরা কিংস তাদের ৮ জন খেলোয়াড় ছাড়েনি। তাই ক্যাম্পও শুরু হয়নি। সে কারণে কোচ ছুটি নিয়ে ইংল্যান্ডে চলে গেছেন।
এবার স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে এসএ গেমস ফুটবলে অংশ নিচ্ছে বাংলাদেশ। কিন্তু সেই পরিকল্পনায় শুরুতেই ধাক্কা খেল।
এদিকে, বাংলাদেশ দল ২৭ নভেম্বরের মধ্যে নেপাল যেতে চেয়েছিল। কিন্তু ওই তারিখে যেতে পারবে কি না, তা নিয়েও শঙ্কা দেখা গেছে।
২০ সদস্যের বাংলাদেশ দল :
গোলরক্ষক : আনিসুর রহমান জিকো, মোহাম্মদ পাপ্পু হোসেন, মাহফুজুর রহমান প্রীতম।
ডিফেন্ডার : বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়াঁ, ইয়াসিন খান, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, শুশান্ত ত্রিপুরা।
মিডফিল্ডার : জামাল ভুঁইয়া, বিপলু আহমেদ, রবিউল হাসান, মাহবুবুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ আল আমিন।
ফরোয়ার্ড : সাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন, রাকিব হোসেন, আরিফুর রহমান।
আরআইএস