• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০১৯, ০৪:৫০ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৩, ২০১৯, ০৪:৫০ পিএম

দ্বিতীয় সেশনে জাদেজার পর বিরাট আউট 

দ্বিতীয় সেশনে জাদেজার পর বিরাট আউট 
জাদেজাকে ফেরানোর পর আবু জায়েদ রাহীকে নিয়ে সতীর্থদের উদযাপন। ফটো : সংগৃহীত

ইডেন টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে দ্রুতই রবীন্দ্র জাদেজার পর বিরাট কোহলিকে প্যাভিলিয়নে ফেরাতে সক্ষম হয়েছে সফরকারী বাংলাদেশ দল। এখন পর্যন্ত ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৩১০ রান। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ১০৬ রানের জবাবে স্বাগতিকরা এখন ২০৪ রানে এগিয়ে আছে।

দ্বিতীয় সেশনের দ্বিতীয় বলেই ১২ রান করে আউট হন জাদেজা। আবু জায়েদ রাহীর করা লেংথ বলটি জাদেজা ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু বলটি সরাসরি অফ স্টাম্পে আঘাত হানে। আর তাতেই ভেঙে যায় পঞ্চম উইকেটে ৫৩ রানের জুটি।

এরপর নিজের ২৭তম টেস্ট সেঞ্চুরি পাওয়া বিরাট কোহলি ১৯৪ বলে ১৮ চারের মারে ১৩৬ রান করে সাজঘরে ফেরেন তাইজুল ইসলামের অসাধারণ এক ক্যাচে। এবাদত হোসেনের করা লেগ স্টাম্পের বাইরে ফুল লেংথ বলে বিরাট ফ্লিক করেছিলেন। টাইমিং হয়েছিল দুর্দান্ত। ডিপ স্কয়ার লেগ দিয়ে বল উড়ে যাচ্ছিল সীমানার দিকে। তাইজুল ছুটে এসে বলের একটু সামনে চলে এসেছিলেন। এরপর ডানদিকে নিজেকে পুরো শূন্যে ভাসিয়ে শরীরের পেছনে চলে যাওয়া বল জমিয়েছেন হাতে।

এর আগে শনিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ৩ উইকেটে ১৭৪ রান নিয়ে ভারত দ্বিতীয় দিনের খেলা শুরু করে। চতুর্থ উইকেটে ৯৯ রানের জুটি গড়েন বিরাট-রাহানে জুটি। 

দলীয় ২৩৬ রানের মাথায় তাইজুলের করা স্টাম্পের বাইরে করা শর্ট বলে রাহানে কাট শট মারেন। কিন্তু টাইমিং ঠিক না থাকায় এবং গ্যাপ না পাওয়ার বল চলে যায় পয়েন্টে দাঁড়িয়ে থাকা এবাদত হোসেনের হাতে। তাতে ৫১ রান করে রাহানে ফিরে যান। 

আরআইএস