
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জনপ্রিয়তার কথা মাথায় রেখে সামনের ২০২০ সালে অনুষ্ঠেয় আইপিএলে একটি দল বাড়িয়ে মোট ৯ দল নিয়ে আয়োজনের চিন্তা-ভাবনা করছে। বিসিসিআই মনে করছে, দলের সংখ্যা বাড়লে টুর্নামেন্ট আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।
যদিও বিসিসিআই চাইছে, আইপিএল হোক ১০ দলের। তবে এখনই তা সম্ভব নয় বলে আপাতত ৯ দল নিয়ে পরের টুর্নামেন্ট আয়োজনে তারা ইচ্ছুক। দলের সংখ্যা যদি সামনের বছর থেকেই বাড়ানো হয় এবং টুর্নামেন্ট যদি ৯ দলের হয়, তাহলে ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৭৬টি।
ভারতীয় গণমাধ্যমে জানানো হচ্ছে, কয়েকদিনের মধ্যেই নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য দরপত্র দেয়া হবে। আনুমানিক দর হতে পারে ২ হাজার কোটি টাকা। এরই মধ্যে একাধিক প্রতিষ্ঠান লিগে দল কিনতে আগ্রহী হয়ে উঠেছে।
নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে দেখা যেতে পারে আহমেদাবাদকে। ঘরের মাঠ হিসেবে মোতেরার সর্দার প্যাটেল স্টেডিয়ামকে তারা নির্বাচন করেছে।
আগামী বছরের আইপিএলের জন্য ক্রিকেটার ছেড়ে দেয়া এবং ধরে রাখার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় হবে আইপিএলের নিলাম।
আরআইএস