
মাত্রই শেষ করেছেন ইমার্জিং এশিয়া কাপ। ছিলেন নেতৃত্বে। আসরজুড়ে দাপুটে খেললেও ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৭৭ রানে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। তবে সে শোকে নিমজ্জিত থাকার সুযোগ নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। দলের জরুরি ডাকে কলকাতায় যাচ্ছেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। বিমান ধরতে ব্যাগ গুছিয়ে ম্যাচ শেষেই তিনি রওনা হয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
বাংলাদেশের একাদশে যে ১১ জন ছিলেন তাদের মধ্যে নাঈম হাসান ও লিটন দাস আহত হয়ে মাঠ ছেড়েছেন। তাদের পরিবর্তে ‘কনকাসন সাব’ হিসেবে নামানো হয়েছে তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজকে। কিন্তু এখন যদি কেউ আহত হন তাহলে? বদলি করার মতো খেলোয়াড়ই যে নেই কলকাতায়। সে কারণেই জরুরিভাবে উঁড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে নাজমুল হোসেন শান্তকে।
এমএইচবি/এসএমএম