• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০১৯, ১০:৪৬ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৪, ২০১৯, ১০:৪৭ এএম

শান্তর কলকাতা যাত্রা বাতিল ঘোষণা

শান্তর কলকাতা যাত্রা বাতিল ঘোষণা
নাজমুল হোসেন শান্ত। ফাইল ফটো

চলমান ইডেন টেস্টে বাংলাদেশের একাদশে যে ১১ জন ছিলেন তাদের মধ্যে নাঈম হাসান ও লিটন দাস আহত হয়ে মাঠ ছেড়েছেন। তাদের পরিবর্তে ‘কনকাশন সাব’ হিসেবে নামানো হয়েছে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজকে। 

মায়ের অপারেশনের কারণে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেই দেশে ফিরে এসেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। টেস্ট সিরিজের স্কোয়াডে থাকলেও পরে তিনি আর দলের সঙ্গে যোগ দেননি। অভিষেকের সম্ভাবনা থাকলেও সাইফ হাসান ইডেন টেস্টের আগে ইনজুরিতে পড়ায় তা আর হয়ে ওঠেনি। 

মোসাদ্দেক আর সাইফের পরিবর্তে ইডেন টেস্টের আগে কেন টিম ম্যানেজমেন্ট খেলোয়াড় পাঠানোর প্রয়োজন মনে করেনি, তা এক রহস্যই বটে। ঢাকা থেকে বিমানযোগে কলকাতা যেতে ৩০-৪০ মিনিটের মতো লাগে। অথচ সেই সুযোগটিও কাজে না লাগানোর বড় মাসুল এখন দিতে হচ্ছে। 

এখন যদি কেউ আহত হন তাহলে কী হবে? কারণ বদলি করার মতো খেলোয়াড়ই যে নেই কলকাতায়। সে কারণেই ইমার্জিং এশিয়া কাপের ফাইনাল খেলার পরই সন্ধ্যায় নাজমুল হোসেন শান্তকে জরুরিভাবে উঁড়িয়ে নিয়ে যাওয়ার খবর পাওয়া যায়।

শান্তর কলকাতায় যাওয়ার ঘোষণার পর ইডেন টেস্টে ব্যাটিং করার সময় হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। অথচ গতকাল সন্ধ্যার পর শান্তর কলকাতা যাত্রা বাতিল করা হয়েছে। 

বিসিবির একটি সূত্র জানিয়েছে, কলকাতা টেস্টের এখন যা অবস্থা, তাতে আর হয়তো শান্তর যাওয়ার প্রয়োজন নাও হতে পারে। এজন্য হয়তো তার যাত্রা বাতিল করা হয়েছে। 

আরআইএস 

আরও পড়ুন