
ইনিংস পরাজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা বাংলাদেশকে যেন সেই রাস্তায় হেঁটে চলার পথ আরও সুগম করে দিলো এবাদত হোসেনের আউট হয়ে ফিরে যাওয়া। ইডেন টেস্টের চতুর্থ দিনের শুরুতেই এবাদত প্যাভিলিয়নে ফেরায় সফরকারীদের ইনিংস হার যেন এখন শুধুই সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
এখন পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৬৩ রান। আগেই ফিফটি তুলে নিয়ে স্রোতের বিপরীতে লড়ে যাওয়া মুশফিকুর রহিম ৬২ এবং আল আমিন হোসেন ৪ রানে এখন ক্রিজে আছেন। ইনিংস পরাজয় এড়াতে মুমিনুলের দলকে এখনো করতে হবে ৭৮ রান।
রোববার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়। দিনের দ্বিতীয় ওভারে আক্রমণে আসা উমেশ যাদবের করা বাউন্সার এবাদত সামলাতে পারেননি। বল তার ব্যাটের উপরের কানায় লেগে চলে যায় স্লিপে থাকা বিরাট কোহলির হাতে। তাতে শূন্য রানেই ফেরেন এবাদত।
আরআইএস