
২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন হাতে নিয়েছে সরকার। আগেই জানা গিয়েছিল অনুষ্ঠনের উদ্বোধন করতে বাংলাদেশে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্রীড়াঙ্গনও পার করবে ব্যস্ত সময়।
যেখান থেকে বাদ যাবে না ক্রিকেটও। আগামী বছরের মার্চে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে বিশেষ ম্যাচ আয়োজনের করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই আয়োজনে থাকবেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলিও। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি।
সৌরভ বলেন, ‘আমরা উনাকে (শেখ হাসিনা) উনার বাবার (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) সোনায় মোড়ানো ছবি উপহার দিয়েছি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে অনেক বড় উৎসব হতে যাচ্ছে। সেখানে বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যে দুটো ম্যাচ হবে। আমি অবশ্যই যাব এবং খেলা উপভোগ করব।’
এমএইচবি