• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০১৯, ০২:২৫ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৫, ২০১৯, ০২:২৫ পিএম

টি-টেন লীগে চ্যাম্পিয়ন অ্যারাবিয়ানস, বাংলা টাইগার্সের শেষ জয়ে

টি-টেন লীগে চ্যাম্পিয়ন অ্যারাবিয়ানস, বাংলা টাইগার্সের শেষ জয়ে
শিরোপা উৎযাপনে মারাঠা অ্যারাবিয়ানসের ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত

পর্দা নেমেছে আবুধাবিতে অনুষ্ঠিত টি-টেন লীগের। যেখানে চ্যাম্পিয়ন হয়েছে মারাঠা অ্যারাবিয়ানস, আর বাংলাদেশের মালিকানাধীন দল বাংলা টাইগার্স জয় দিয়ে শেষ করে নিশ্চিত করেছে তৃতীয় স্থান। রোববার রাতে ফাইনালে ডেকান গ্ল্যাডিয়েটরসকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অ্যারাবিয়ানস। 

টস জিতে প্রথমে ফিল্ডিং সিদ্ধান্ত নেয় মারাঠা। ব্যাটিংয়ে নেমে ডেকানের পক্ষে সর্বোচ্চ ১৭ বলে অপরাজিত ২৫ রান করেন আসিফ খান, এছাড়া ভানুকা রাজাপাকশে ১২ বলে ২৩ রান করলেও অ্যারিবিয়ানস বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তাদের সংগ্রহটা থামে ৮ উইকেটে ৮৭ রান। 

নিয়ন্ত্রিত বোলিংয়ে মালিঙ্গা ২ ওভারে ১৮ রানে ১ উইকেট, মিচেল ম্যাক্লেনাঘান ২ ওভারে ১২ রানে ১ উইকেট, ব্রাভো ২ ওভারে ১৬ রানে ২ উইকেট ও কাসুন রাজিথা ২ ওভারে ১৫ রানে ১ উইকেট নেন। 

জবাব দিতে নেমে খুব একটা কষ্ট করতে হয়নি অ্যারাবিয়ানসকে। চ্যাডউইক ওয়ালটন ২৬ বলে ৫১ রানের ইনিংস খেললে ৪ উইকেট হারিয়ে ৭.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। তাতেই এবারের টে টেন লীগে চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয় তাদের। 

এদিকে কালান্ডারসের বিপক্ষে সহজ জয় পেয়েছে বাংলা টাইগার্সও। আগে ব্যাট করতে নেমে পিল সল্টের ১৫ বলে ৩০ ও ডেভিড মালানের ১৭ বলে ২৪ রানে বাংলা টাইগার্সের সামনে ১০৯ রানের সংগ্রহ দাঁড় করায় কালান্ডারস। নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে ২ ওভারে ২৩ রান দিয়ে উইকেট শূন্য থাকেন ফরহাদ রেজা, প্রাবাত জয়সুরিয়া পান ২ উইকেট।

জবাব দিতে নেমে বরাবরের মতো ঝড় তুলেন দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও রাইলি রুশো। ৩০ বলে ফ্লেচারের ৫২ ও রুশোর ১৫ বলে ৩১ রানের উপর ভর করে ২ বল আগে ৬ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলা টাইগার্স।

এমএইচবি

আরও পড়ুন