• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০১৯, ০৪:১৫ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৫, ২০১৯, ০৪:১৫ পিএম

দুই লেগ স্পিনারের পর বিপিএলে দল পেয়েছেন এবাদতও

দুই লেগ স্পিনারের পর বিপিএলে দল পেয়েছেন এবাদতও
এবাদত হোসেন।

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে প্রত্যেক দলে এক স্পিনার নেয়ার নিয়ম বেঁধে দেয়া হলেও দল পাননি রিশাদ হোসেন ও  জুবায়ের হোসেন লিখন। অভিজ্ঞ শাহরিয়ার নাফিজ ও মোহাম্মদ আশরাফুলের সঙ্গে দল পাননি বর্তমানে জাতীয় দলের টেস্টে নিয়মিত সদস্য এবাদত হোসেনও।

তবে স্বস্তির খবর দুই লেগি রিশাদ ও লিখনের পর বিপিএলে দল পেয়েছেন এবাদত হোসেনও। রিশাদের ঠিকানা হয়েছে রংপুর রেঞ্জার্সে আর লিখন খেলবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। এই দুই জনের পর শনিবার (২৪ অক্টোবর) নিশ্চিত হয়েছে এবাদত হোসেনের দল পাওয়া। 

বর্তমানে দেশের অন্যতম গতিময় এই পেসারকে নিয়েছে সিলেট থান্ডার। দলটির অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছেন এবাদতের অন্তর্ভুক্তির খবরটি। ড্রাফট শুরুর আগেই এমন নিয়ম ছিল, নির্দিষ্ট পরিমাণ খেলোয়াড়কে চাইলে ড্রাফটের বাইরে থেকেও কেনা যাবে। সেই সুযোগকে কাজে লাগিয়েই দল পেয়েছেন এই তিন জন। 

এমএইচবি

আরও পড়ুন