
বঙ্গবন্ধু বিপিএলের সপ্তম আসরের প্লেয়ার্স ড্রাফটে প্লেয়ার্স ড্রাফটে প্রত্যেক দল সাত ডাকে ৭ জন করে খেলোয়াড় দলে টানলেও কেউ ডাকেনি বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে। আর তাতেই সকলের মধ্যে এমন উৎকণ্ঠাও দেখা দিয়েছিল যে, ৫০ লাখ টাকা ভিত্তিমূল্যে এ প্লাস ক্যাটাগরিতে থাকা মাশরাফীকে কেউ কি দলে নেবে না?
যদিও শেষ পর্যন্ত সকলের উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অষ্টম ডাকে এসে নড়াইল এক্সপ্রেসকে দলে ভেড়ায় ঢাকা প্লাটুন। মাশরাফীর নাম উচ্চারিত হতেই রেডিসন ব্লু হোটেলের প্লেয়ার্স ড্রাফট চলাকালীন সময়ে সেখানে কিছুক্ষণের জন্য দেখা যায় উল্লাস।
কিন্তু নিয়ম অনুযায়ী ‘এ’ প্লাস ক্যাটাগরির একাধিক ক্রিকেটারকে দলে নেয়ার সুযোগ ড্রাফটে ছিল না। কিন্তু তামিম ইকবালের পর মাশরাফীকে ঢাকা প্লাটুন দলভুক্ত করায় বিতর্ক ছড়িয়েছে।
প্লেয়ার্স ড্রাফটে সবচেয়ে বেশি অর্থও ব্যয় করেছে ঢাকা প্লাটুন। দেশি-বিদেশি খেলোয়াড় কিনতে দলটি খরচ করেছে ৪ কোটি ৪৮ লাখ টাকা। দেশি ক্রিকেটার কিনতে ঢাকা প্লাটুন ২ কোটি ২২ লাখ এবং বিদেশি ক্রিকেটার কিনতে ২ কোটি ২৬ লাখ টাকা খরচ করেছে।
বিপিএলের সবচেয়ে ব্যয়বহুল দলটি আরও একটি দিক দিয়ে টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে বাকি দলগুলোর চেয়ে আগির থাকলো। আর সেটি হলো অধিনায়ক নির্বাচন। দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও টিম ডিরেক্টর গাজী গোলাম মোর্তজাসহ সকলে মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে, ঢাকা প্লাটুনের হয়ে অধিনায়কত্ব করবেন মাশরাফী বিন মোর্ত্তজা।
এখন পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক নড়াইল এক্সপ্রেসের অধীনে খেলবেন শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা লরি ইভান্সের মতো ক্রিকেটাররা।
আরআইএস