
মাস দুয়েক আগের কথা। ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেতে নেই তিন তারকা এডিনসন কাভানি-কিলিয়ান এমবাপ্পে ও নেইমার। তাতে কী বা যায় আসে, রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় পেতে কোনো বাধা তো পেতেই হয়নি। বরং ম্যাচ জিতেছে ৩-০ ব্যবধানের বড় জয়ে।
এবার অবশ্য আছেন তিনজনই। তবে আগের সেই রিয়াল মাদ্রিদ বদলে গেছে খানিকটা। ধীরে ধীরে ফিরছে নিজেদের ছন্দে। ক্লাব ব্রুজের বিপক্ষে ড্র করলেও গালাতাসারেকে দুই লীগেই হারিয়ে রিয়াল মাদ্রিদ উঠে এসেছে চ্যাম্পিয়ন্স লীগের ‘এ’ গ্রুপের শীর্ষে। তৃতীয় স্থানে থাকা ব্রুজের চেয়েও এগিয়ে আছে ৫ পয়েন্টে। অন্যদিকে লা-লীগাতেও পয়েন্ট টেবিলে এরইমধ্যে ছাড়িয়ে গেছেন বার্সেলোনাকে।
তাই আগের বারের মতো এতো সহজে যে জয় পাবে না পিএসজি, সেটি ম্যাচের আগেই ধারণা করা যাচ্ছে। কারণ এখন যে গোল দেয়ার সঙ্গে নিজেদের রক্ষণও ঠিকভাবে সামলাচ্ছে জিনেদিন জিদানের দল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তাই তো রিয়াল কোচ জানাচ্ছেন, এই ম্যাচটি তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ।
‘এটি আমাদের জন্য মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। খুব ভালো এক দলের বিপক্ষে আমরা খেলব। সে জন্য প্রস্তুতিতে ঘাটতি রাখা চলবে না। মস্তিষ্ক ও হৃদয় দিয়ে ভালো ফুটবল খেলতে হবে আমাদের।’ সেপ্টেম্বরের ম্যাচটির গুরুত্ব তাঁর কাছে খুব একটা নেই। বরং দলের ভালো ফর্ম টেনে নেওয়ার দিকেই মনোযোগ জিদানের, ‘এটিকে রিম্যাচ বলার উপায় নেই। আমরা ভালো খেলতে চাই এবং ফর্ম ধরে রাখতে চাই। আমরা যে সত্যিকার অর্থেই ঘুরে দাঁড়িয়েছি, সেটি নিশ্চিত করার ম্যাচ এটি।’
এদিকে রাতে মাঠে নামছেন সাবেক রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও। যার অভাবটা এখনো লস ব্লাঙ্কোসরা পূরণ করতে পারেনি ঠিকঠাক। যদিও জুভেন্টাসের হয়ে ‘সিরি এ’ তে সর্বশেষ ম্যাচটি খেলেননি তিনি। তবে ইনজুরি খুব গুরুতর না হওয়ায় এই ম্যাচে দেখা যাবে রোনালদোকে।
আর তা হলে অ্যাতলেটিকো মাদ্রিদের সামনে অপেক্ষা করছে ভয়াবহ অবস্থা। রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের জার্সিতে আতলেতিকোর বিপক্ষে ৩৪ ম্যাচে ২৫ গোল এই পর্তুগিজের। আর নিজ ক্লাবের মাঠে ১৬ ম্যাচে ১৩ গোল। যার মধ্যে রয়েছে গত মৌসুমের নক আউট রাউন্ডের হ্যাটট্রিকও।
এমএইচবি