• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০১৯, ০৫:১২ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৬, ২০১৯, ০৫:২৪ পিএম

‘রিহ্যাবের জন্য যথেষ্ট সময় দিতে পারছেন না মাশরাফী’

‘রিহ্যাবের জন্য যথেষ্ট সময় দিতে পারছেন না মাশরাফী’
মাশরাফী বিন মোর্ত্তজা। ফাইল ছবি

বিশ্বকাপের পর যাওয়ার কথা ছিল শ্রীলঙ্কা সফরে। কিন্তু ঠিক তার আগ মুহূর্তে ইনজুরিতে পড়ায় আর তা সম্ভব হয়নি। এরপর ক্রিকেট থেকে নিজেকে একেবারেই দূরে সরিয়ে রেখেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। নিজের রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও অনুশীলন চালিয়েছেন একেবারে আড়ালে। আর সেখানেই পুনরায় ইনজুরিতে পড়েন তিনি।

আসন্ন বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে মাঠে নামার কথা রয়েছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের। তবে অনুশীলনে চোট পাওয়া মাশরাফী ইনজুরি থেকে সেরে উঠতে যথেষ্ট সময় দিতে পারছেন না বলেই জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।  

মঙ্গলবার বিকেলে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘মাশরাফী মোটামুটি চেষ্টা করছে নিজের রিহ্যাব প্রোগ্রামটা চালিয়ে নেয়ার জন্য। আজকেও সে ফিজিওথেরাপি এবং জিম সেশন করেছ। তবে আমরা যেভাবে চাচ্ছি তাকে সময় দিতে রিহ্যাবের জন্য সেভাবে সে সময় দিতে পারছে না। তার ব্যথা কমে আসছে আগে থেকে কিন্তু পুরোপুরি সেরে গেছে এটা বলা যাবে না। ও যদি ব্যস্ততার বাইরে আরেকটু সময় দিতে পারত তাহলে আরেকটু তাড়াতাড়ি সেরে উঠতো।’ 

যদিও বিপিএলের আগেই মাশরাফী সেরে উঠবেন বলে মনে করছেন দেবাশীষ, ‘আমরা আশা করছি তার ঠিক হয়ে যাওয়া উচিত। যে সময় তিনি আঘাত পেয়েছে, সেরে ওঠার জন্য যতটুক সময় পেয়েছে তাতে আশা করা যায় তিনি ঠিক হয়ে যাবেন। কিন্তু এখানে বড় ভূমিকা রাখবে তার পুনর্বাসন প্রক্রিয়াটা। যত বেশি সময় দিতে পারবেন তত বেশি তার জন্য সহজ হবে ফিরে আসাটা।’

এমএইচবি

আরও পড়ুন