
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন হাতে নিয়েছে বাংলাদেশ সরকার। যার থেকে বাদ যাবে না ক্রীড়াঙ্গনও। শুরুতে শুনা গিয়েছিল বাংলাদেশে খেলতে আসবে লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি ও দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
তবে তা সম্ভব হয়নি। এবার আলোচনায় ইংলিশ প্রিমিয়ার লীগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের ঢাকায় আসা। তার প্রস্তুতিও শুরু হয়েছে। মাঠের ভেন্যুসহ সবকিছু পর্যবেক্ষণ করতে ঢাকায় এসেছেন ম্যান ইউ’র চার প্রতিনিধি। মঙ্গলবার বিকালে তারা বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঘুরে দেখে স্টেডিয়ামের ঘাস নিয়ে প্রশ্ন তুলেন।
এ ব্যাপারে প্রতিনিধি দলের সঙ্গে থাকা বাংলাদেশের সাবেক ফুটবলার আব্দুল গাফফার জানান, ‘তারা আজ বিভিন্ন বিষয় দেখছেন। তাদের সন্তুষ্টই মনে হয়েছে। তবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ঘাস ৫ রকমের কেন প্রশ্ন তুলেছেন। আমরা বলেছি এখন প্রাক-মৌসুম। তাই এ মন অবস্থা। এগুলো ঠিক করে নেওয়া যাবে।’
পরে ক্রীড়াপ্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে দেখা করেছেন প্রতিনিধি দলের সদস্যরা। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী বছর জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকায় আসতে পারে ম্যান ইউ। দেখা করার সময় জাহিদ আহসান রাসেলকে রেড ডেভিলসদের সাত নম্বর জার্সি তুলে দেয়া হয়।
ম্যানচেস্টার ইউনাইটেডের এই প্রতিনিধি দলের চার সদস্য হলেন- ক্লাবটির ফুটবল পরিচালক অ্যালান জন ডসন, সফর ও প্রীতি ম্যাচ আয়োজক কমিটির পরিচালক ক্রিস্টোফার লরেন্স কোম্যান ও দুই কর্মকর্তা ফিলিপ ম্যালকম স্মিথ ও ম্যাথু চার্লস জোনস।
এমএইচবি