
ভারতের বিপক্ষে সদ্যই শেষ হওয়া সিরিজে মাঠের পারফরম্যান্স ছিল একেবারেই হতাশাজনক। কেবল পারফরম্যান্সই নয়, ক্রিকেটাররা এই টেস্টে ভুলে যেতে চাইবেন ইনজুরির কারণে। ইডেনে দ্বিতীয় টেস্টে এক ম্যাচেই ইনজুরিতে পড়েছেন তিন ক্রিকেটার।
ওই ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘মাহমুদউল্লাহর ইনজুরিটা হচ্ছে গ্রেড ওয়ান হ্যামস্ট্রিং ইনজুরি। সে গতকাল স্ক্যান করিয়েছে আমরা এখনও রিপোর্ট হাতে পাইনি। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুব অল্প মাত্রার হ্যামস্ট্রিং হলেও আমরা ৭ দিনের বিশ্রাম বেঁধে দিই। রেস্ট নেয়ার জন্য রিহ্যাব করার জন্য। ফিট না হয়ে খেলায় ফিরলে আবার ইনজুরিতে পড়ার সম্ভাবনা থাকে।’
ইডেন টেস্টে চোট পাওয়া লিটন-নাইমকে নিয়ে বলতে গিয়ে দেবাশীষ চৌধুরী জানান, ‘প্রাথমিকভাবে ওরা মাথায় চোট পাওয়ার পর সেখানেই (কোলকাতায়) দেখেছে। পরের সেখানকার স্থানীয় হাসপাতালে স্ক্যান করানো হয় দুজনকে। স্ক্যানের রিপোর্টে কোন ব্লিডিং বা খারাপ কিছু পাওয়া যায়নি। ধরে নিচ্ছি ওদের কনকাশনটা তেমন মারাত্মক নয়। কিন্তু নিয়ম অনুযায়ী প্রথম দুই দিন ওদের সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।’
এমএইচবি