• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০১৯, ০৫:০২ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৭, ২০১৯, ০৫:০২ পিএম

বিপিএলে গেইলের খেলা নিয়ে মুখ খুলেছে বিসিবি

বিপিএলে গেইলের খেলা নিয়ে মুখ খুলেছে বিসিবি
ক্রিস গেইল। ফাইল ছবি

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে এ+ ক্যাটাগরিতে ছিলেন ক্যারিবীয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। সেসময় জানানো হয়েছিল পুরো আসরেই পাওয়া যাবে তাকে। তাই নিয়ম মেনে বিদেশি খেলোয়াড়দের প্রথম ডাকে তাকে দলে ভেড়ায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কিন্তু বিপত্তি বাধে অন্য জায়গায়। 

দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার লীগে এমজানসি সুপার লিগ টি-টোয়েন্টিতে বিদায়ী ম্যাচ শেষে আপাতত ক্রিকেট থেকে বিরতিতে যাওয়ার ঘোষণা দেন গেইল। বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে কীভাবে তার নাম এলো সেটাও জানেন না বলে জানান গেইল। এ নিয়ে বুধবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি। 

তিনি বলেন, ‘আমি কোন নির্দিষ্ট প্লেয়ারের ব্যাপারে বলব না, আমি আপনাদের প্রক্রিয়াটা বলি। আন্তর্জাতিক কোন খেলোয়াড়ের কোন নাম যখন আসে আমরা স্ট্যান্ডার্ড প্রক্রিয়া মেনেই করি। প্লেয়ার বা প্লেয়ারের এজেন্ট আগ্রহ দেখালে তার নাম চলে আসে। এবং এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। আপনারা বলার পরে আমরা চেক করে দেখেছি এটা প্রক্রিয়া মেনেই করা হয়েছে।’

গেইল নিজে বলছেন চলতি বছর আর কোন ক্রিকেট নয়, এদিকে বিসিবি প্রধান বলছেন আর্থিক দিক নিয়ে ঝামেলা, দ্রতই হবে নিরসন। এ প্রসঙ্গে নিজাম উদ্দিন চৌধুরী যোগ করেন, ‘আসলে আমরা অবগত না যে কোন পরিস্থিতি এই কথাটা এসেছে। আমরা চেক করছি। প্লেয়ারদেরে এজেন্ট যারা আছেন তাদের সাথে যোগাযোগ হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন ইতোমধ্যেই সংশ্লিষ্ট দলের সঙ্গে এজেন্টদের যোগাযোগ হচ্ছে। আশা করছি বিষয়টি মীমাংসা হয়ে যাবে। আমি আবারও বলছি একটা প্রক্রিয়ার মাধ্যমেই নামটা এসেছে। হয়তোবা কিছু আর্থিক বিষয় থাকে, কিন্তু এ নিয়ে কিছু তথ্য যেহেতু আমাদের কাছে আছে আশা করি ঠি হয়ে যাবে।’

এমএইচবি

আরও পড়ুন