• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০১৯, ১০:২১ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৮, ২০১৯, ১০:২১ এএম

ডোপ টেস্টে ফেঁসে যাওয়ায় বাদ কাজী অনিক 

ডোপ টেস্টে ফেঁসে যাওয়ায় বাদ কাজী অনিক 
কাজী অনিক। ফটো : সংগৃহীত

দুই মৌসুম ধরে বিপিএলে খেলা এবং অনূর্ধ্ব ১৯ দলের হয়ে দুর্দান্ত পেস বোলিং করে নজর কাড়া তরুণ ক্রিকেটার কাজী অনিকের নাম অপ্রত্যাশিতভাবে এবারের প্লেয়ার্সে ড্রাফটে ছিল না। ড্রাফট চলাকালীন সময়ে জানানো হয়েছিল, টেকনিক্যাল কারণে তাকে বাদ দেয়া হয়েছে।

তবে বিসিবির একটি সূত্র জানিয়েছে, কাজী অনিকের ডোপ টেস্টের রিপোর্ট পজেটিভ আসার কারণে তার নাম বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে সরিয়ে নেয়া হয়। একই কারণে তাকে সদ্য শেষ হওয়া জাতীয় ক্রিকেট লীগেও (এনিসিএল) খেলতে দেয়া হয়নি। 

ডোপ টেস্ট পজেটিভ আসার কারণে অনিক ১ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন। খুব শীঘ্রই তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বোর্ডের পক্ষ থেকে আসতে পারে। এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো কথা বলেনি বিসিবি। 

বিসিবির সিইও নিজামুদ্দীন চৌধুরী সুজন গণমাধ্যমকে বলেন, অ্যান্টি ডোপিং কোড অনুযায়ী আমরা খেলোয়াড়দের ডোপ টেস্ট করিয়ে থাকি। সেক্ষেত্রে যদি কোনো খেলোয়াড়ের ব্যাপারে রিপোর্ট আসলে তখন আমরা বিষয়টি নিয়ে বলতে পারবো। 

আরআইএস 

আরও পড়ুন