
ভারতের বিপক্ষে ইন্দোর টেস্টের একাদশে না থাকলেও কলকাতার ইডেন গার্ডেনে ঐতিহাসিক দিবারাত্রির টেস্টে সাইফ হাসানের সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল প্রবল। দুই ওপেনার ইমরুল কায়েস ও সাদমান ইসলামের ব্যর্থতা সেই সম্ভাবনাকে আরও প্রবল করে দিয়েছিল। কিন্তু ইনজুরিতে পড়ায় তার টেস্ট ক্যাপ আর পাওয়া হয়নি।
সাইফের সামনে এরপর আরও একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এসে হাজির হয়। ভারতীয় ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গত ২৫ নভেম্বর তিনি বিমানবন্দরে হাজির হওয়া সত্ত্বেও বিমানে চড়ে দেশে ফিরতে পারেননি। সাইফের ভারতীয় ভিসা ছিল ছয় মাসের, যার মেয়াদ ছিল ২৪ নভেম্বর পর্যন্ত। ফলে তাকে আবারো হোটেলে ফিরে যেতে হয়।
ইডেনে পাঁচদিনের টেস্ট তিনদিনেই শেষ হয়ে যায় গত ২৪ নভেম্বর। সেদিনই কয়েকজন ক্রিকেটারের সঙ্গে সাইফ যদি দেশে ফিরতেন, এমন সমস্যার মুখে তার পড়তে হতো না।
তবে শেষ পর্যন্ত বুধবার (২৭ নভেম্বর) রাতে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের নির্ধারিত জরিমানা পরিশোধ দেশে ফিরেছেন সাইফ হাসান। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়া ও দেশে ফেরার ভিসা বাবদ সাইফকে ২১ হাজার ৬০০ ভারতীয় রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার ৫০০ টাকা) জরিমানা গুনতে হয়েছে।
বিসিবি একাদশের হয়ে বিদর্ভের বিপক্ষে গত জুন মাসে ভারতে খেলতে এসেছিলেন সাইফ। তখনই তার ভিসা করা হয়। এবার জাতীয় দলের হয়ে ভারত সফরের শেষ দিকে তার সেই ভিসার মেয়াদ যে ফুরিয়ে যাচ্ছে, বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কেউই তা নজরে আনেননি।
আরআইএস