
পাকিস্তানে প্রায় এক দশকের নির্বাসন কাটিয়ে অক্টোবরে খেলতে গেছে শ্রীলঙ্কা। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে আসার পর ডিসেম্বরে তাদের যাওয়ার কথা রয়েছে টেস্ট খেলতে। এরপর আগামী জানুয়ারিতে টেস্ট ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান।
এই সিরিজের টেস্টগুলো আবার টেস্ট চ্যাম্পিয়নশীপের আওতাধীন। তাই পাকিস্তান সিরিজে না গেলে হারাতে হতে পারে গুরুত্বপূর্ণ পয়েন্ট। স্বল্প সময়ের জন্য পাকিস্তানে যেতে রাজি থাকলেও টেস্ট সিরিজ হলে যে ২১ দিন থাকার কথা তাতে ক্রিকেটারদের মধ্যে উদ্বেগ আছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা।
কিন্তু নিজেদের মাটিতে টেস্ট ও টি-টোয়েন্টি দুই সিরিজই আয়োজন করতে অনড় অবস্থানে রয়েছে পিসিবি। জিও নিউজকে বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘বিদেশের মাটিতে আর কোনো হোম সিরিজ না খেলার জন্য আমরা আমাদের নীতিতে অনড় আছি। বাংলাদেশের আসন্ন সফর সম্পর্কিত প্রাথমিক পরিকল্পনা তাদের কাছে পাঠানো হয়েছে। শুধু ভেন্যু এবং তারিখগুলো এখনো চূড়ান্ত হয়নি।’
টেস্ট ও টি-টোয়েন্টি আলাদা জায়গায় আয়োজনের সুযোগ নেই জানিয়ে তিনি আরও বলেন, ‘সিরিজের অর্ধেকটি এক জায়গায় এবং অন্য অর্ধেক আরেক জায়গায় খেলা সম্ভব নয়। এ নিয়ে আর ভাবাও সম্ভব নয়, কারণ যদি তেমনটা হয়, তাহলে পিএসএল এবং ভবিষ্যতে যেকোনো হোম সিরিজ পাকিস্তানে খেলার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে।’
চলতি মাসেই অবশ্য বাংলাদেশের নারী ক্রিকেট দল এবং অনূর্ধ্ব-১৬ দল পাকিস্তান সফর করে এসেছে। এ কথা উল্লেখ করে পিসিবির ওই কর্মকর্তা আরও বলেন, ‘পিসিবি মনে করছে, বাংলাদেশের পুরুষদের দলের এখন পাকিস্তান সফরে কোনো সমস্যা নেই। কারণ বাংলাদেশ থেকে দুটি দল ইতোমধ্যে পাকিস্তান সফর করে গেছে।’
এমএইচবি